
জাহিদ হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের ‘হযরত ফাতিমা (রাঃ) স্কুল এন্ড কলেজ’-এ গত ঈদুল আযহার দিনের রাতে একটি সংঘবদ্ধ চোরের দল তিনটি কক্ষের দরজা ও জানালার গ্রিল ভেঙ্গে প্রতিষ্ঠানের গুরুত্ব কাগজ ও টাকা নিয়ে যায়। হযরত ফাতিমা (রাঃ) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন জানান, গত সোমবার (১২ আগষ্ট) দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চোরের দল এ প্রতিষ্ঠানের ৩টি কক্ষের দরজার তালা ও জানালা ভেঙ্গে ৩টি স্টিলের আলমারী দুমড়ে-মুছড়ে গুরুত্বপূর্ণ কাগজ-পত্র ও আলমারীর ড্রয়ারে রাখা ৬,৩০০ টাকা ও শিক্ষকদের পাঠ্য বই নিয়ে যায়। এছাড়াও টিচার রুমের শিক্ষকদের টেবিলের ড্রয়ার ভেঙ্গে প্রয়োজনীয় কাগজ-পত্র তছনছ করে।এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।