
গোলাম মাহবুব, চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
বৃহস্পতিবার কুড়িগ্রামের চিলমারীতে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে সারাদিন ব্যাপি কার্যক্রম শুরু হয়। সকাল ১০ টায় উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনতার সমন্বয়ে কয়েকটি শোক র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার,গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ওসি আমিনুল ইসলাম, আ’লীগ যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু প্রমুখ। আলোচনা শেষে কাঙ্গালীভোজ ও শিশু শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।