গোলাম মাহবুব, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫২৫ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিলমারী সরকারী কলেজ মাঠে মাগুরা জেলার পারনান্দুয়ালী এলাকায় অবস্থিত পাঞ্জেরী নামক একটি সেবামুলক সংস্থার উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চাল, আলু, আটা, সুজি,খাওয়ার স্যালাইন ও সবজি বীজের প্যাকেজ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ আঃ হালিম, রংপুরস্থ জে এন্ড টি লেবোরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম, অগ্রনী ব্যাংক ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম রিপন, শিক্ষক জয়নুল আবেদীন সিপন, রবিউল ইসলাম, জাহিদুল হাসান পলাশ, পাঞ্জেরী সংস্থার সভাপতি তবিউর রহমান, সাংগঠণিক সম্পাদক আশরাফুল আলম, সদস্য হাসান, বাপ্পি,হৃদয়, মফিজুল, আশিক, হুরায়রা, আব্দুল্লাহ, হাসিবুল, রাজিব, সুমন, অচিন্ত, নুর মোহাম্মদ, নুর হোসেন, সজিব প্রমুখ।
