
মাগুরা-শ্রীপুর সড়কের বরিষাট এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিয়াউর রহমান (৪৫) নামে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় শামসুজ্জামান (৫৫) নামে অপর একজন আহত হয়েছেন।
হতাহত দুজনই মোটরসাইকেল আরোহী। তাদের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার কালুখালী গ্রামে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সমকালকে জানান, জিয়াউর রহমান ও শামসুজ্জামান নিজ বাড়ি থেকে মটর সাইকেলযোগে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৭ টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার বরিষাট এলাকায় পৌছালে বিপরীতমুখি একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক জিয়াউর রহমান মারা যান। আহত হন অপর আরোহী শামসুজ্জামান। তাকে আশংকাজনক অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।