বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
শেখ মোঃ আঃ রাজ্জাক,সিরাজগঞ্জ প্রতিনিথিঃ
সিরাজগঞ্জে মেহেদী হাসান (১৭) নামে ডেঙ্গু আক্রান্ত এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যান তিনি। মেহেদী হাসান জেলার কামারখন্দ উপজেলার জামতৈল কোরব আলী সরকারী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ১৪ আগস্ট তিনি জেলা সদরের সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মনোয়ার আলী বলেন, ডেঙ্গু আক্রান্ত হলেও ছেলেটির অবস্থা অতটা নাজুক ছিল না বলে আমি জেনেছি। আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম বলেন, ডেঙ্গু শক সিনড্রোমের কারণে ছেলেটির চিকিৎসায় খুব একটা বেশি সময় পাওয়া যায়নি। রাতেই স্বজনরা তার লাশ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে গেছেন। উল্লেখ্য, সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে শনিবার জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নতুন ১১ জন সহ ৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সিরাজগঞ্জ জেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯৪ জন। এদের মধ্যে ৩১৮জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন বলে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।