শুক্রবার , মার্চ ১৭ ২০২৩
Home / আন্তর্জাতিক / আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমায় নিহত ৬৩ **

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমায় নিহত ৬৩ **

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছে। কাবুলের স্থানীয় সময় শনিবার রাত পৌনে ১১টার দিকে কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় আত্মঘাতী এই বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, বিয়ের অনুষ্ঠান চলাকালে বিস্ফোরণের এই ঘটনায় আহতের সংখ্যা ১৮০ জনের বেশি। আত্মঘাতী এই হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। এছাড়া অন্য কোনো পক্ষ এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলায় ৬৩ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি বার্তা সংস্থা এএফপিকে বলেন, বোমা বিস্ফোরণে ৬৩ জন নিহত ও ১৮২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিয়ের অনুষ্ঠানে থাকা মোহাম্মদ ফরহাগ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, বোমা বিস্ফোরণের পর প্রায় ২০ মিনিট ধরে হলের ভেতরটা ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। তিনি জানান, হলের যে অংশে নারীদের বসার ব্যবস্থা রাখা হয়েছিল, বিস্ফোরণের সময় তিনি সেই অংশে থাকায় প্রাণে বেঁচে গেছেন। পুরুষদের জন্য নির্ধারিত অংশেই বোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং সেখানে যারা ছিলেন তারা হয় নিহত অথবা আহত হয়েছেন। এর আগে গত ১২ জুলাই আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়। এই অঞ্চলের ক্রমেই কার্যক্রম বাড়িয়ে চলা জঙ্গি গোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করে।

About admin

Check Also

নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহ্ জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

দিল্লিতে হযরত নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহ্ জিয়ারত এবং শেষে মোনাজাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি …

সাম্প্রতিক মিয়ানমারের রাখাইনে সংঘটিত অস্থিরতার দিকে নজর রাখছে ভারত

নয়াদিল্লির হোটেল আইটিসি মাওরায় সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। মিয়ানমারের …

দ্বিতীয় মেয়াদে বিজয়ী হলেন অ্যাঙ্গোলান প্রেসিডেন্ট লরেনকো

অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও লরেনকো সোমবার দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য জয়লাভ করেছেন। গত সপ্তাহের কঠিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *