শুক্রবার , ফেব্রুয়ারি ১৪ ২০২৫
Home / সারা দেশ / জামালপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু **

জামালপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু **

নাদিরা খানম তুলি,সিনিয়র  স্টাফ রিপের্টারঃ

জামালপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। রোববার জামালপুর সদর উপজেলায় একজন ও দেওয়ানগঞ্জ উপজেলায় একজনের মৃত্যু হয়।  মৃতরা হলেন-সদর উপজেলার চন্দ্রা উত্তরপাড়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে হামিদুল ইসলাম (৩৫) ও দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া এলাকার মাজেদুল ইসলামের স্ত্রী বৃষ্টি বেগম (২০)।  বৃষ্টি ঢাকায় গার্মেন্টস কর্মী হিসেবে কর্মরত ছিলেন। অপর দিকে হামিদুল ইসলাম গ্রামেই থাকতেন। তিনি গত এক বছরে ঢাকা যাননি।  জামালপুরের সিভিল সার্জন গৌতম রায় সমকালকে বলেন, বৃষ্টি বেগম প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার রাতে বৃষ্টি বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে রোববার সকালে মারা যান। আর হামিদুল ইসলামের মৃত্যুর খবর আমরা শুনেছি। তার বাড়িতে স্বাস্থ্য বিভাগের লোক পাঠানো হয়েছে।

About admin

Check Also

উলিপুরে ওলামা লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. মো. শফিকুর রহমান গ্রেপ্তার

আতিকুর রহমান রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে …

আওয়ামীলীগের বিচারসহ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে খাটিয়া মিছিল

আতিকুর রহমান রানা, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদ বীর কাশেমকে হত্যাকারীদের বিচার, আওয়ামীলীগের বিচারসহ নিষিদ্ধের …

চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩

চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় চিলমারী মডেল থানায় মামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *