ইব্রাহীম খলিল তুহিন, রংপুর প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় ইয়াবা সেবনের সময় ধরা পড়ল জাকির হোসেন সরকার ওরফে বুলেট (৪১) নামে এক মাদ্রাসা শিক্ষক । শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বিশ্বনাথ গ্রামে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক জাকির হোসেন বুলেট উপজেলার টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ইংরেজি প্রভাষক এবং মৃত আব্দুর জব্বারের ও নিলমা খরিদা সদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমের পুত্র। কাউনিয়া থানার এসআই আতিকুর রহমান জানান, ওই মাদ্রাসা শিক্ষক নিজ বাড়ীতে মাদক সেবীদের নিয়ে ইয়াবা সেবন করছে। এমন তথ্যের ভিত্তিতে ওসি আজিজুল ইসলাম ও সঙ্গী ফোর্স অভিযান চালিয়ে বিশ্বনাথ গ্রামে নিজ বাড়ীতে তাকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে দুই পিচ ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসা শিক্ষক নিজেই ইয়াবা সেবন করত। তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) আজিজুল ইসলাম বলেন,ঐ শিক্ষকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে রবিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে। মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীর বলেন, তিনি এই মাত্র জানতে পারলেন। মাদ্রাসার প্রধানের সঙ্গে কথা বলে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত সহ তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।