মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি :
২০০৪ সালে ২১ আগষ্ট আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামীলীগের দুই পক্ষ ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত নেতা কর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোক র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখের নেতৃত্বে শোক মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজারের তিন কোনার মোড়ে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক নুরুল হুদা দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া।
অন্য দিকে দুপুর ১২ টায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গোলাম রব্বানী সরকার ও আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আবুবকর সিদ্দিক মিলনের নেতৃত্বে একটি শোক র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তিন কোনা মোড়ে এসে আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক মিলন, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।