
জান্নাত ডায়াগনোস্টিক সেন্টার,
কুড়িগ্রাম জেলার উলিপুর ও চিলমারী উপজেলায় উভয় শাখার জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ করা হইবে। আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৪/০৮/২০১৯ইং থেকে ৩১/০৮/২০১৯ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজ পত্র সহ দরখাস্ত আহ্বান করা হইলো। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে অবিভাবকের অনুমতি পত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
ক্র.নং | পদের নাম | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা | প্রযোজ্য শাখা |
১ | মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) | ৩ জন | সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ | অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হইবে | উলিপুর ও চিলমারী |
২ | মার্কেটিং ম্যানেজার (পুরুষ) | ৫ জন | এইচ এস সি/বি এ | কম্পিউটারে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হইবে | উলিপুর ও চিলমারী |
৩ | রিসিপশনিষ্ট (পুরুষ/মহিলা) | ৩ জন | এইচ এস সি/বি এ | কম্পিউটারে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হইবে | উলিপুর ও চিলমারী |
৪ | পিয়ন/ল্যাব সহকারী (পুরুষ) | ৩ জন | দশম শ্রেণী | প্রয়োজন নেই | উলিপুর ও চিলমারী |
৫ | আয়া/ক্লিনার (মহিলা)
|
৩ জন | ৮ম শ্রেণী | প্রয়োজন নেই | উলিপুর ও চিলমারী |
আবেদন পাঠানোর ঠিকানাঃ বরাবর, চেয়ারম্যান, জান্নাত ডায়াগনোস্টিক সেন্টার, উলিপুর/চিলমারী শাখা, কুড়িগ্রাম।
সাক্ষাতকারের সময়ঃ ০১/০৯/২০১৯ইং রোববার বেলা ১১.০০ ঘটিকায় উলিপুর শাখায় গ্রহন করা হইবে।
বেতন–ভাতা ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষে।
বি:দ্র: প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট শাখা, আবেদন পত্র ও খামের উপরে উল্লেখ করতে হবে।
প্রয়োজনে মোবাইল : ০১৭২৭-৫৬৮৮৮৯।