বুধবার , মার্চ ২২ ২০২৩
Home / সারা দেশ / জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি **

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি **

 

জান্নাত ডায়াগনোস্টিক সেন্টার,

কুড়িগ্রাম জেলার উলিপুর ও চিলমারী উপজেলায় উভয় শাখার জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ করা হইবে। আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৪/০৮/২০১৯ইং থেকে ৩১/০৮/২০১৯ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজ পত্র সহ দরখাস্ত আহ্বান করা হইলো। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে অবিভাবকের অনুমতি পত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

 

ক্র.নং পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য শাখা
মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) ৩ জন সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হইবে উলিপুর ও চিলমারী
মার্কেটিং ম্যানেজার (পুরুষ) ৫ জন এইচ এস সি/বি এ কম্পিউটারে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হইবে উলিপুর ও চিলমারী
রিসিপশনিষ্ট (পুরুষ/মহিলা) ৩ জন এইচ এস সি/বি এ কম্পিউটারে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হইবে উলিপুর ও চিলমারী
পিয়ন/ল্যাব সহকারী (পুরুষ) ৩ জন দশম শ্রেণী প্রয়োজন নেই উলিপুর ও চিলমারী
আয়া/ক্লিনার (মহিলা)

 

৩ জন ৮ম শ্রেণী প্রয়োজন নেই উলিপুর ও চিলমারী

 

আবেদন পাঠানোর ঠিকানাঃ বরাবর, চেয়ারম্যান, জান্নাত ডায়াগনোস্টিক সেন্টার, উলিপুর/চিলমারী শাখা, কুড়িগ্রাম।

সাক্ষাতকারের সময়ঃ ০১/০৯/২০১৯ইং রোববার বেলা ১১.০০ ঘটিকায় উলিপুর শাখায় গ্রহন করা হইবে।

বেতনভাতা অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষে।

 বি:দ্র: প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট শাখা, আবেদন পত্র ও খামের উপরে উল্লেখ করতে হবে।

প্রয়োজনে মোবাইল : ০১৭২৭-৫৬৮৮৮৯।

 

About admin

Check Also

কাউনিয়ায় মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষনায় সংবাদ সম্মেলন

কাউনিয়া (রংপুর) থেকে,আব্দুল কুদ্দুছ বসুনিয়াঃ   মুজিববর্ষে বাংলাদশের একজন মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না আর” …

কাউনিয়ায় মৌসুমের প্রথম বৃষ্টিতে রাস্তায় কাঁদা পানিঃ জনদূর্ভোগ

কাউনিয়া(রংপুর) থেকে,আব্দুল কুদ্দুছ বসুনিয়াঃ মৌসুমের প্রথম বৃষ্টিতে কাউনিয়া উপজেলার প্রাণ কেন্দ্র গালস্ স্কুল মোড় থানা …

কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাউনিয়া( রংপুর)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না কে গ্রেফতারের প্রতিবাদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *