
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিষাক্ত সাড়ের কামড়ে রিয়াজ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রিয়াজ হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের মেদনীসাগর গ্রামের ইমরান আলীর ছেলে। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকাল সাড়ে ৬ার দিকে হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের মেদনীসাগর গ্রামে।
ইমরান আলী বলেন মঙ্গলবার বিকালে আমার স্ত্রী রান্না ঘর পরিস্কার করছিল এ সময় রিয়াজ সেখানে খেলা করছিল। খেলা করতে করতে রান্না ঘরে থাকা গর্তে হাত ঢুকালে বিষাক্ত সাপে দংশন করে। বিকাল সাড়ে ছয়টার দিকে রিয়াজ মারা যায়। পড়ে গর্ত খুঁড়ে বিষাক্ত সাপটাকে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
মেওে ফেলা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ সাপের কামড়ে রিয়াজের মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
রিয়াজের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।