
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌরশহরের আরডিআরএস মোড়ে বুধবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে বাস চাপায় রায়হান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রায়হান নাগেশ্বরী পৌর এলাকার বানুর খামার গ্রামের শহিদুল ইসলামের পুত্র।
জানা যায়,কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী আরডিআরএস মোড়ে অরিন্দ পরিবহনের একটি বাস কুড়িগ্রাম যাওয়ার পথে রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চালক পালিয়ে গেলেও কুড়িগ্রামে বাসটি আটক করে পুলিশ।
এব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে গেছে। কুড়িগ্রামে বাসটি আটক করা হয়েছে।