বুধবার , মার্চ ২২ ২০২৩
Home / সারা দেশ / রাজারহাটে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দায়ের কোপে এক নারীর মৃত্যু!

রাজারহাটে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দায়ের কোপে এক নারীর মৃত্যু!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার খুলিয়াতারী এলাকায় মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই ও ভাতিজাদের দায়ের কোপে সাজিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ওই নারীর বাবা ফরহাদ হোসেন (৬০)।

জানা যায়, দুপুরে ওই এলাকার ফরহাদ তার জমিতে ধান রোপনের জন্য গেলে তার বড় ভাই ফারছেদ আলীর ছেলে ছয়ফুল তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় ফরহাদের মেয়ে সাজিনা বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাদের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে বাবা-মেয়েকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে সাজিনার মৃত্যু হয়।

এ ঘটনায় সোহেল (১৮) ও সুলতানা বেগম (৩৬) নামে দু’জনকে আটক করেছে রাজারহাট থানা পুলিশ।

এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান,এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।

About admin

Check Also

কাউনিয়ায় মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষনায় সংবাদ সম্মেলন

কাউনিয়া (রংপুর) থেকে,আব্দুল কুদ্দুছ বসুনিয়াঃ   মুজিববর্ষে বাংলাদশের একজন মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না আর” …

কাউনিয়ায় মৌসুমের প্রথম বৃষ্টিতে রাস্তায় কাঁদা পানিঃ জনদূর্ভোগ

কাউনিয়া(রংপুর) থেকে,আব্দুল কুদ্দুছ বসুনিয়াঃ মৌসুমের প্রথম বৃষ্টিতে কাউনিয়া উপজেলার প্রাণ কেন্দ্র গালস্ স্কুল মোড় থানা …

কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাউনিয়া( রংপুর)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না কে গ্রেফতারের প্রতিবাদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *