কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো: জাফর আলী, যুগ্ম সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু ও এডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, সাঈদ হাসান লোবান প্রমুখ।
পরে নিহতদের স্মরণে ও প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও মহিলা আওয়ামীলীগসহ দলের অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।