শুক্রবার , ডিসেম্বর ৮ ২০২৩
Home / সারা দেশ / বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে আমন চাষে ব্যস্ত কুড়িগ্রামের কৃষকরা

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে আমন চাষে ব্যস্ত কুড়িগ্রামের কৃষকরা

গোলাম মাহবুব  (কুড়িগ্রাম ):
কুড়িগ্রামের চিলমারী উপজেলার কৃষকরা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে আমন চাষে মাঠে ব্যাস্ত দিন কাটাচ্ছেন। বৃষ্টি ও বন্যার পানিতে চাষ প্রায় শেষ করেছে। উপজেলা আমন চাষীদের চারা সংকট থাকার পরও আমন চারা রোপনের প্রস্তুতি চালাচ্ছেন পুরোদমে। ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদী দ্বারা বেষ্টিত এ উপজেলাটি। প্রতি বছরই এ এলাকার মানুষকে বন্যার ক্ষতির সম্মুখিন হতে হয়। প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয় উপজেলা প্রায় ২ লাখ মানুষকে। এ উপজেলার প্রায় ৮৫ভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকরা ঘুরে দাড়ানোর চেষ্টা করছেন। সম্প্রতি বন্যায় আমন চারা সম্পুর্নরুপে বিনষ্ট হওয়ায় বন্যার পানি নেমে যাওয়ার পর কেউ কেউ বীজতলা তৈরি করছেন আবার কেউ অন্য এলাকা থেকে চড়া দামে আমন চারা সংগ্রহ করে রোপন করছেন। মজাই ডাঙ্গা এলাকার কৃষক মঞ্জু মিয়া জানান, বন্যায় আমন চারা বিনষ্ট হওয়ায় রাজারহাট উপজেলা থেকে ৪ হাজার টাকা রোপা আমন চারা সংগ্রহ করে ২ একর জমিতে রোপন করেছেন তিনি। কৃষক সাজু মিয়া জানান, বন্যার পানি সরে যাওয়ার সাথে সাথে নতুন করে বীজ তলা তৈরি করেছেন তিনি। যা সপ্তাহ খানেক পরে রোপন উপযোগী হবে।

 

About admin

Check Also

ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ, বাতিল-২, স্থগিত-১

ভোলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনের ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ …

চিলমারীতে এইচএসসিতে ছেলেদের পেছনে ফেলে এগিয়ে মেয়েরা

চিলমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে এবারো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরিক্ষায় চিলমারী সরকারী কলেজের …

চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং-এর সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,চিলমারী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং সেন্টার (রংপুর)’র সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *