বৃহস্পতিবার , ফেব্রুয়ারি ১৩ ২০২৫
Home / সারা দেশ / রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক সেনা  নিহতের ঘটনায় মামলা দায়ের **

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক সেনা  নিহতের ঘটনায় মামলা দায়ের **

চাইথোয়াইমং মারমা,(মং)রাজস্থলী (রাংগামাটি)ঃ

রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলায় আট দিন অতিবাহিত ঘটে যাওয়া দূর্গম এলাকায় সেনা সদস্য টহল দলের উপর  সন্ত্রাসীদের গুলিতে নিহত এক সেনা সদস্য নাসিম আহমেদ (২০) এবং মাইন্ড বিস্ফোরণে ক্যাপ্টিন মেহেদী হাসান ও এক সৈনিক মুহসীন আহত হওয়ার ঘটনায় প্রায় নয় দিনের মাথায় মামলা রুজু হয়েছে রাজস্থলী থানায়।
পুলিশ সূত্রে জানা যায় সোমবার (২৬ আগস্ট ২০১৯ ইং) রাজস্থলী থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক (এস.আই) এরশাদ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। উল্লেখ্য, রাজস্থলী থানার মামলা নং-০২-১৪৭.১৪৮.১৪৯.৩৩২.৩৩৩.৩৫৩.৩০৭.৩০২.৩৪ দন্ড বিধি তৎসহ বিষ্ফোরক দ্রব্য ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়।
রাজস্থলী থানার  দায়িত্বরত  অফিসার  ইনচার্জ জনাব, মফজল আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি পুরো পর্যবেক্ষণ করে মামলা রুজু করতে একটু দেরি হয়েছে। যথাযথ মামলার মাধ্যমে আসামিদের ধরতে সহজ হবে বলে ওসি জানিয়েছেন। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ সবরকম  চেষ্টা চালাচ্ছে বলে জানান। উক্ত ঘটনার পর থেকে পুরো উপজেলাতে নিরাপত্তার জোরদার করতে বিভিন্ন সড়ক ও পাড়ায় যৌথবাহিনীরসহ  পুলিশের টহল জোরদার করা হয়েছে।
গত রবিবার (১৮ই আগস্ট) প্রতিদিনের মত, রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়ন দূগম পোয়াতু পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দলের উপর গুলি চালায় অস্ত্রধারী ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা এতে  নাসিম আহম্মেদ (২০) নামে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত হেলিক্যাপ্টার যোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়।
সাথে সাথে একই দিনে ঘটনা স্থলে তল্লাশি চালাতে গিয়ে মাইন বিস্ফোরণে জনাব,মেহেদী হাসান নামে এক ক্যাপ্টেন ও মুহসীন নামে  জোয়ান আহত হয়। ঘটনার পর থেকে পুরো উপজেলা এলাকায় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন স্থানে যৌথবাহিনী সহ  পুলিশের টহল জোরদার চলমান রয়েছে।

About admin

Check Also

আওয়ামীলীগের বিচারসহ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে খাটিয়া মিছিল

আতিকুর রহমান রানা, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদ বীর কাশেমকে হত্যাকারীদের বিচার, আওয়ামীলীগের বিচারসহ নিষিদ্ধের …

চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩

চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় চিলমারী মডেল থানায় মামলা …

চিলমারীতে নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময়

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *