নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় জয় চন্দ্র দাস (৩২) নামে এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের বরাব রেললাইনের পাশে একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জয় চন্দ্র দাস কিশোরগঞ্জ জেলার ইটনার পরেশ চন্দ্র দাসের ছেলে। তিনি বরাব নারায়ণ দাসের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পলাশে তিনি মাছের ব্যবসা করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে রেললাইনের পাশে একটি গাছে জয় চন্দ্র দাসের নিথর দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে দেন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
নরসিংদী জিআরপি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ সমকালকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধারের পর জিআরপি পুলিশের কাছে হস্থান্তর করেন পলাশ থানার এসআই মাহবুবুর রহমান।