
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত ময়মনসিংহের ত্রিশালে হাফিজুল ইসলাম (৩৪) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। ইউনুস আলী জানান, তার ছেলে গাজীপুরে ঈদের আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রায় দেড় মাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ বোধ করলে তিনি বাড়ি চলে যান। এদিকে, গত রাতে তার অবস্থার অবনতি হলে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়। ঢাকায় নেয়ার পথে বুধবার ভোর ৫টার দিকে তিনি ভালুকায় মারা যান তিনি। এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো পাঁচজন মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৩ জন ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ৮৪ জন। গত ২১ জুলাই থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২১৭ জন ভর্তি হন। তাদের মধ্যে ১১২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।