মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে শুক্রবার (৩০ আগস্ট) ভোরে বজরা ইউনিয়নের চাঁদনী বাজার এলাকায় ফেসবুক মেসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মাঈদুল ইসলাম (২১) নামে এক যুবককে নিজ বাড়িতে থেকে আটক করেছে রংপুর র্যাব-১৩ এর একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব হেফাজতে রাখা হয়েছে।
আটক মাঈদুল ইসলাম ওই এলাকার ফুলবাবুর পুত্র।
রংপুর র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানান, বৃহস্পতিবার মাইদুল ইসলাম তার ফেসবুক মেসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন নিশ্চিত কমন পড়ার কথা বলে পোস্ট দেয়। এ খবরের সূত্র ধরে শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং অপরাধের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
এব্যাপারে শুক্রবার(৩০ আগষ্ট) দুপুর আড়াইটায় উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনায়ারুল ইসলাম জানান, এখন পর্যন্ত র্যাবের পক্ষ থেকে পুলিশকে কোনো তথ্য দেওয়া হয়নি। মামলাও হয়নি।