শুক্রবার , এপ্রিল ১২ ২০২৪
Home / আন্তর্জাতিক / বর্ধমানে বোমা বিস্ফোরণ: ৪ বাংলাদেশিসহ দোষী সাব্যস্ত ১৯ **

বর্ধমানে বোমা বিস্ফোরণ: ৪ বাংলাদেশিসহ দোষী সাব্যস্ত ১৯ **

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ২০১৪ সালে বোমা বিস্ফোরণ মামলায় চার বাংলাদেশিসহ ১৯ জনকে দোষী সাব্যস্ত করেছে কলকাতার এনআইএ (জাতীয় তদন্ত সংস্থা) আদালত।

গত বুধবার এনআইএ আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। শুক্রবার তাদের সাজা ঘোষণা করা হবে বলে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায় এনআইএ।

বিবৃতিতে বলা হয়েছে, সব আসামি আদালতে অপরাধ স্বীকার করেছেন। দোষী সাব্যস্ত চার বাংলাদেশি হলেন- সাদিক ওরফে সুমন ওরফে তারিকুল ইসলাম ওরফে রাইহান শেখ, শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদ ওরফে বুরহান শেখ ওরফে সুরত আলী, হাবিুবর রহমান ওরফে জাহিদুল ইসলাম ওরফে জাবিরুল ইসলাম ওরফে জাফর এবং লিয়াকত আলী প্রামানিক ওরফে রফিক এরফে রফিকুল ওরফে মোহাম্মদ রুবেল।

২০১৪ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় এলাকার এক বাড়িতে বোমা (আইইডি) বিস্ফোরণ ঘটে। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) নামে একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যরা আইইডি বানানোর সময় এই বিস্ফোরণ ঘটে। তারা বোরকা সেলাইয়ের কারখানার কথা বলে বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানা যায়। বিস্ফোরণের পরে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়। পরবর্তী সময়ে এনআইএ-কে এ মামলার তদন্তভার দেওয়া হয়।

About admin

Check Also

বিমান হামলায় বিধ্বস্ত গাজার হাসপাতাল, নিহত ৫শ’র বেশি

বিমান হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজার হাসপাতাল। নিহত হয়েছে ৫শ’রও বেশি। এ হামলার ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ …

ইমরান খান ও স্ত্রী বুশরার দেশত্যাগে নিষেধাজ্ঞা

পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিসহ দলটির ৮০ জনেরও বেশি নেতার দেশত্যাগে …

ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে সরে আসুন: জাতিসংঘ মহাসচিব

ইউক্রেনে যুদ্ধ বন্ধে আরও একবার জোরালো ভাষায় আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এই যুদ্ধ ইউরোপ এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *