গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় মূল আসামিদের অভিযোগপত্র (চার্জশিট) থেকে বাদ দেওয়ায় প্রতিবাদ এবং সাত দফা দাবি বাস্তবায়নে আবারও বিক্ষোভ করেছেন সাঁওতালরা।
রোববার উপজেলার জয়পুরপাড়া, মাদারপুর থেকে সহস্রাধিক সাঁওতাল নারী-পুরুষ তাদের নিজস্ব ঐতিহ্য তীর-ধনুক, ঢাকঢোল নিয়ে বিক্ষোভ মিছিল করেন। থানা চৌরাস্তায় দুপুর পৌনে ১২টা থেকে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধসহ সমাবেশ করেন তারা। এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, অর্থ সম্পাদক হবিবর রহমান, মামলার বাদী থমাস হেমব্রম, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, বাংলাদেশ যুব ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম মিজান প্রমুখ।
বক্তারা বলেন, হাইকোর্টের নির্দেশে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম ঘটনার তদন্ত করেন। তদন্ত প্রতিবেদনে তিন পুলিশ সদস্যসহ চিনিকলের দুই কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়। অথচ পিবিআইর তদন্ত প্রতিবেদনে তাদের নাম নেই। এতেই বোঝা যায় পিবিআই প্রভাবিত হয়ে মূল আসামিদের বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেছে। এ চার্জশিটের বিরুদ্ধে আগামী বুধবার আদালতে নারাজি দেবেন তারা।
এ সময় বক্তারা মামলার পুনঃতদন্তসহ সাঁওতালদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, হত্যাকাণ্ডের বিচার, বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের ক্ষতিপূরণসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানান।