রাজধানীর বাংলামোটর এলাকায় বাসচাপায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় প্রধান আসামি ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের বাসের চালক মোরশেদকে গ্রেফতার করা হয়েছে।
রোবববার গভীর রাতে মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কৃষ্ণা রায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অর্থ বিভাগের সহকারী ব্যবস্থাপক। গত ২৭ আগস্ট তিনি বাংলামটরে অফিস থেকে বের হয়ে উল্টো পাশের সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাস ফুটপাতে উঠে গিয়ে তাকে ধাক্কা দেয়। বাসটির চাকায় পিষ্ট হয়ে তার বাঁ পা থেঁতলে বিচ্ছিন্ন হয়ে চামড়ার সঙ্গে ঝুলতে থাকে। এ ঘটনায় কৃষ্ণা রায়ের স্বামী রাধে শ্যাম চৌধুরী হাতিরঝিল থানায় মামলা করেন। বাসের মালিক, চালক ও হেলপারকে আসামি করা হয়।