ময়মনসিংহ থেকে অপহৃত কলেজছাত্রীকে আট দিন পর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে উপজেলার রামখানা ইউনিয়নের আসকর নগর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণ মামলার মূল আসামি জয় খানকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানার ভাট্রা গ্রামের বাসিন্দা।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির প্রথম আলোকে বলেন, আসামি জয় খানকে মামলার তদন্তকারী কর্মকর্তা হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।