
চাইথোয়াইমং মারমা রাজস্থলী( রাংগামাটি) প্রতিনিধি:
এক প্রবীণ সাংবাদিক কবি লেখক সাহিত্যিক একুশে পদকপ্রাপ্ত মংছিনচিং রাখাইন,(মংছিন) তিনি দীর্ঘদিন ধরে কঠিন রোগে আক্রান্ত হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ ‘মুজিবর রহমান বিশ্ববিদ্যালয়(পিজি) হাসপাতাল ৬০৬ নং কেবিনে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছে। তাহার স্ত্রী জানিয়েছেন,, স্বামী কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসায় পিছনে প্রচুর ব্যয় করা হয়েছে। কিন্ত দু:খের সাথে জানাচ্ছি যে, স্বামীর পিছনে চিকিৎসায় ব্যয় করে বর্তমানে পুরো পরিবার দিসেহারা।
তাই স্বামীর চিকিৎসার জন্য দেশে বিত্ববান ও দেশরত্ন প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুল আবেদন করেছে।
জানা যায়, তিনি খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার স্থায়ী বাসিন্দা। তাঁহার স্ত্রীর নাম শোভা ত্রিপুরা। তিনি ২০১৭ ইং সালে রোকেয়া পদক পান। এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা করেছেন রোগমুক্তির জন্য।