বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
রংপুর ব্যুরো প্রধানঃ
রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান মানার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, যারা রওশনকে দলের চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন, তারা দলের ‘ভুঁইফোড়’ নেতা। জি এম কাদের ছাড়া কাউকে দলের চেয়ারম্যান মানে না রংপুরবাসী। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন রংপুর মহানগর জাতীয় পার্টির এই সভাপতি।তিনি বলেন, রওশন এরশাদ রংপুর বিভাগে ঢুকতে পারবেন না, তাকে প্রতিহত করা হবে। জি এম কাদেরই পার্টির চেয়ারম্যান। তার নির্দেশনা আমরা মানব।প্রয়াত রাষ্ট্রপতি জীবিত থাকা অবস্থায় কোনো সাদ এরশাদ রংপুরে আসেননি। এখন তিনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন, প্রশ্নই ওঠে না তাকে মেনে নেওয়ার। রংপুর মহানগর জাপার সভাপতি মোস্তফা বলেন, দলের চেয়ারম্যান কে হবেন, এটা তো এরশাদ ঘোষণা দিয়ে গেছেন। আমরা জি এম কাদেরকে চেয়ারম্যান মানি; রওশন এরশাদকে মানি না। রংপুর অঞ্চলের নেতা-কর্মীরা জি এম কাদেরের নেতৃত্বে পূর্ণ আস্থা রাখে।এখানে রওশন এরশাদের কোনো আদেশ-নির্দেশ মানা হবে না।