কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ছোট খাটামারী মিলনী স্কুলপাড়া গ্রামে গতকাল রোববার সন্ধ্যায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফরমান আলী (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। জানা যায়,ওই শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শিশুটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ফরমান আলীকে গ্রেফতার করে।
এব্যাপারে সোমবার(৯ সেপ্টেম্বর) ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, অভিযুক্ত ফরমান আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে।