
সুমন মিয়া,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী একটি বাসের চাপায় মারিয়া আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের তৃপ্তি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের তৃপ্তি ফিলিং স্টেশনের সামনে বাগেরহাটগামী একটি ভ্যানকে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ভ্যানচালক করিম শেখ (৪০) ও তার স্ত্রী আয়শা বেগম (৩৫)। করিম শেখ উপজেলার জারিয়া মাইট কুমরা গ্রামের বাসিন্দা।
কাটাখালি হাইওয়ে থানার এএসআই আরিফ হোসেন জানান, স্ত্রী-সন্তান নিয়ে ভ্যানচালক করিম শেখ বাগেরহাটের দিকে যাচ্ছিলেন। তৃপ্তি ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ভ্যানকে ধাক্কা দিলে শিশু মারিয়া ছিটকে বাসের নিচে চলে যায়। এ সময় তার বাবা-মা গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথে মারিয়া আক্তার মারা যায়। মারিয়ার বাবা-মাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।