বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রৌমারীতে সিয়াম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ সাইম উদ্দিন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কে যাদুরচর ইউনিয়নের কমড়ভাঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাইম উপজেলার শৌলমারী ইউনিয়নের শৌলমারী ফকিরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে বাসে তল্লাশি করা হয়। এ সময় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।