বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

Headline :
চিলমারীতে নাশকতার অভিযোগে গ্রেফতার- ৪ চিলমারীতে ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী আটক কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ গাজায় গণহত্যা বন্ধের দাবীতে কাউনিয়ায় মুখে কালো পতাকা ধারণ করে বিক্ষোভ মিছিল গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল চিলমারী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়ারি গ্রেফতার  চিলমারীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫  পালিত

গোপালগঞ্জে হাত-পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যকে খুন **

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে হাতপায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাকারিয়া ভূঁইয়া (৪০) নামের ওই ব্যক্তি।

নিহত জাকারিয়া গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামের প্রয়াত আব্দুল মজিদ ভূঁইয়ার ছেলে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাকারিয়ার বড় ভাই গোলাম রব্বানী সাংবাদিকদের জানিয়েছেন, জাকারিয়া কাজুলিয়া ইউনিয়ন পরিষদের একজন সাবেক সদস্য। মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে জাকারিয়ার সঙ্গে পাশ্ববর্তী গোপীনাথপুর গ্রামের আদিল খাঁর বিরোধ চলে আসছিল।

তিনি জানান, এ বিরোধের জেরে মঙ্গলবার দুপুরে বাজুনিয়া গ্রামে জাকারিয়াকে রাস্তায় একা পেয়ে আদিল খাঁর লোকজন এলোপাতাড়ি কুপিয়ে ও হাতপায়ের রগ কেটে দেয়। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে দ্রুত খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে।

রব্বানী আরও জানান, খুলনা থেকে মৃতদেহ আসার পর তারা থানায় অভিযোগ করবেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. ইদ্রিস আলী বলেন, ঘটনার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়গুটি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *