শনিবার , এপ্রিল ১৩ ২০২৪
Home / সারা দেশ / কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে নিহত ৩১ **

কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে নিহত ৩১ **

পবিত্র আশুরার দিনে ইরাকের কারবালায় তাজিয়া মিছিলের সময় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

মঙ্গলবার কয়েক হাজার লোক তাজিয়া মিছিল নিয়ে ইমাম হোসেন (রা.) মাজারের দিকে যাচ্ছিল। এ সময় একটি ওয়াকওয়ে ধসে পড়লে আতঙ্ক তৈরি হয় এবং মানুষ দৌড়ানো শুরু করে। ফলে পদদলনের ঘটনা ঘটে।

কালো পোশাক পড়ে শিয়া মুসলিমরা কারবালায় অবস্থিত ইমাম হোসেনের মাজার অভিমুখে রওনা দেয়। অনেকেই নিজেদের শরীরে আঘাত করে ইমাম হোসেনের জন্য দুঃখ প্রকাশ করেন। বাগদাদসহ নাজাফ ও বসরা শহরেও একই ধরনের মিছিলের আয়োজন করা হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই শোকের মিছিলে কমপক্ষে ৩০ লাখ মানুষ অংশ নিয়েছিলেন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের (র.) মৃত্যুবার্ষিকী পালনের অংশ হিসেবে এ মিছিলের আয়োজন করা হয়। ৬৮০ খ্রিস্টাব্দে ইয়াজিদের বাহিনীর হাতে কারবালায় নিহত হন তিনি।

About admin

Check Also

চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অসহায়, দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা …

চিলমারীতে বাংলাদেশ পুলিশের আয়োজনে গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আলমগীর হোসাইন, বাংলাদেশ পুলিশের আয়োজনে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় পবিত্র রমজানে গরিব ও দুস্থদের …

ব্রাহ্মণবাড়িয়ায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাই-বোন আটক

আমিনুল ইসলাম আহাদ, ব্রাহ্মণবাড়িয় থেকেঃ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্রাহ্মণবাড়য়িায় কানরে গোপন ডভিাইসসহ ভাই-বোনকে আটক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *