শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর,ফুলবাড়ী প্রতিনিধিঃ
মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গঠনের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ আগস্ট উদ্বোধন করা হয়েছিল “রংধনুকাপ ফুটবল টুর্নামেন্ট /২০১৯” এর।উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ সদস্য জনাব আহাম্মদ আলী পোদ্দার রতনের পৃষ্ঠপোষকতায় আজ বিকাল ৪ ঘটিকার সময় শাহ বাজার আবুল হোসেন সিনিয়র (ফাজিল) মাদ্রাসা মাঠে শাহ বাজার চাষী ক্লাবের সৌজন্যে টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য জনাব আহাম্মদ আলী পোদ্দার (রতন)।বিশেষ অতিথি, জনাব আব্দুল লতিফ মিয়া,সদস্য ফুলবাড়ী উপজেলা পরিষদ,জনাব মহেন্দ্রনাথ মন্ডল সদস্য বড়ভিটা ইউপি,জনাব মজিবর রহমান প্রামানিক সদস্য বড়ভিটা ইউপি।সভাপতিত্ব করেন জনাব আব্দুল বারি (বীর মুক্তিযোদ্ধা)।খেলাটির খবর সংগ্রহের জন্য এস টি ভি বাংলা,৬৯টিভি,মুক্ত জমিন পত্রিকার প্রতিনিধিগন উপস্হিত ছিলেন।ফাইনাল খেলায় ফুলবাড়ী আদর্শ ফুটবল দল ও গেটের বাজার শান্ত ক্লাব ফুটবল দল পরস্পরের মোকাবিলা করে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যদিয়ে জমজমাট লড়াইয়ের উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ফুলবাড়ী আদর্শ ফুটবল দল ৩- ১ ব্যবধানে জয়লাভ করে।খেলাটি উপভোগের জন্য বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক মাঠে উপস্হিত হয়।দৃষ্টিনন্দন খেলা দেখে দর্শকেরা উভয় দলের খেলোয়ার ওআয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।