রবিবার , ফেব্রুয়ারি ১৬ ২০২৫
Home / সারা দেশ / ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু **

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু **

সিরাজগঞ্জ প্রতিনিধি:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিলুফা ইয়াসমীন নীলা (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার ভোরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নীলা ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টরে বসবাসকারী প্রকৌশলী পল্লব হাসানের স্ত্রী। তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেলের বোন।

গত শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গু শক সিনড্রোমের কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে। মরদেহ সিরাজগঞ্জে বাবার বাড়িতে নেওয়ার পর রোববার বাদ যোহর চৌরাস্তা মোড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত জেলায় মোট আক্রন্তের সংখ্যা দাঁড়ালো ৮১৯ জনে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৩ সেপ্টেম্বর সিরাজগঞ্জ পৌর এলাকার নতুন ভাঙ্গবাড়ির নিলুফার ইয়াসমিন নামে এক নারী ও গত ১৮ আগস্ট কামারখন্দ উপজেলার মেহেদী হাসান মীম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়।

সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মির্জা মো. হুমায়ুন কবির ডেঙ্গু আক্রান্ত হয়ে নীলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৩৯ জন।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৩১ জন,  নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকিরা ছাড়পত্র নিয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছে।

About admin

Check Also

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে কাউনিয়ায় কফিন মিছিল

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর) প্রতিনিধি,   গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নিহত আবুল কাশেম …

চিলমারীতে অনির্বাণ শিখা পাঠাগার উদ্বোধন

আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রামের চিলমারীতে অনির্বাণ শিখা পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ব্যপারীর …

তিস্তা পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্পের বাস্তবায়ন অবিলম্বে করতে হবে ——–অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)থেকে: তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *