মঙ্গলবার , অক্টোবর ৮ ২০২৪
Home / সারা দেশ / বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের **

বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের **

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার সকালে উপজেলার দক্ষিণ মাইজহাটি এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছে।

নিহত হৃদয় হোসেন (১৬) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নোহার গ্রামের আবু তাহেরের ছেলে। সে দশম শ্রেণিতে পড়তো।

কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন মজুমদার জানান, কিশোরগঞ্জ থেকে অনন্যা সুপার সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৯১৮৮) ভৈরবের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ মাইজহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের দুই আরোহী হৃদয় হোসেন ও রুমন মিয়া (১৮) গুরুতর আহত হয়।

তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। এছাড়া রুমন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঘটনার পর পরই বাস চালক পালিয়ে যায়। বাসটি আটক রয়েছে।

About admin

Check Also

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

কাউনিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

আব্দুল কুদ্দুস বসুনিয়া, বিশেষ প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে জন্ম ও মৃত্যু নিবন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *