মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
এস এ বিপ্লব
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার রাত ১২টার দিকে রাফিত নামের শিশুটি মারা যায়। সে যশোরের মনিরামপুর উপজেলার মো. কামরুজ্জামানের ছেলে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রোববার বিকাল ৪টার দিকে রাফিতকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
তিনি জানান, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৬ জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন। এদের মধ্যে নতুন রোগী ৩৭ জন।