
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা এলাকায় মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) বিকালে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মাদক সম্রাট শাহ আলম(৪০)সহ ৮জনকে ৮শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।আটক শাহ আলম ওই এলাকার আলজেস আলীর ছেলে।
আটকৃত অন্যান্যরা হলেন,টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ইসলামপুর গ্রামের কাশেম শেখের ছেলে আব্দুল মান্নান (৩৫), একই উপজেলার পাইসকা গ্রামের গৌরাঙ্গ সূত্রধরের ছেলে সুজন সূত্রধর (৩২), ইসলামপুর গ্রামের শাহাজামালের ছেলে শরিফ (৩০), কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রামের আকবর আলীর ছেলে রবি চাঁন মিয়া (২৯), একই এলাকার নাসিম উদ্দিনের ছেলে শান্ত হোসেন (২৬), নুর হোসেনের ছেলে মিজানুর রহমান (২৩), মংলা শেখের ছেলে বাবু মিয়া (২৪)।
জানা যায়,মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে বুধবার(১৮ সেপ্টেম্বর) রৌমারী থানার ওসি আবু মো.দিলওয়ার হাসান ইনাম বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।