কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জমি লিখে না দেওয়ায় ছেলের হাতুড়ির আঘাতে প্রবাসী নুরু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
জানা যায়, দীর্ঘদিন থেকে প্রবাসী নুরু মিয়ার ক্রয়কৃত জমি নিজেদের নামে লিখে দিতে স্ত্রী ও তিন ছেলে তাকে চাপ দিতে থাকে। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে নুরু মিয়াকে নিজ ঘরের মেঝেতে ফেলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন করেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন,নিহতের স্ত্রী রাবেয়া খাতুন (৪৮), ছেলে রাশেদুল ইসলাম (৩০), আব্দুল্লাহ (২২) এবং আতিকুর রহমান (১৮)।
রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. দিলওয়ার হাসান ইনাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।মামলা দায়েরের প্রস্তুতি চলছে।