মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
গোলাম মাহবুব,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মোঃ জাহিদ ফারুক। শুক্রবার দুপুরে নৌবন্দর এলাকা পরিদর্শনে তিনি নদী শাসনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এসময় কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী,চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম,উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজার রহমান, রংপুর উত্তর অঞ্চলের প্রধান প্রকৌশলী লক্ষী প্রসাদ ঘোষ, রংপুরের তত্ত্বাধায়ক প্রকৌশলী হারুন অর রশীদ, কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।