
এস আর শান্ত, ক্রীড়া প্রতিবেদকঃ
দলে আছেন লিটন দাসের মতো তরুণ পরীক্ষিত উইকেটরক্ষক। তবুও কেনো মুশফিককেই করতে হবে। এ প্রশ্নের ব্যাখ্যা দিলেন প্রধান কোচ রাসেল ডমিংগো।
প্রধান কোচের মতে লিটন অনেক ভালো ফিল্ডার, রান বাচাতে পারে। তাই লিটনকে ফিল্ডার হিসেবেই থাকছেন। এই মুহূর্তে মুশফিককে সরানোর সম্ভাবনা নেই। লিটন মাঠে যেভাবে নিজেকে মেলে ধরে, আমরা তাতে সন্তুষ্ট। সে দারুণ ফিল্ডার, মুশির চেয়ে ভালো ফিল্ডার। আমার মতে, যতজন ভালো ফিল্ডারকে আমরা পাই, তত দলের জন্য ভালো। লিটন-আফিফ-শান্তর মতো ফিল্ডাররা যে ৫-৬ রান বাঁচায় মাঠে, সেটি খুবই গুরুত্বপূর্ণ’-এভাবেই বললেন প্রধান কোচ।
মুশফিক মিস করলেও সন্তুষ্ট প্রধান কোচ। তার ওপরেই ভরসা রেখেছেন এই প্রোটিয়া কোচ। তিনি বলেন, ‘মুশি সম্প্রতি দুয়েকটা মিস করেছে। তবে মুশি যেভাবে কিপিং করে, তাতে এমনিতে আমি খুশি। স্টাম্পের পেছনে সে দারুণ প্রাণবন্ত, অনেক অভিজ্ঞ, স্টাম্পের পেছন থেকে খুব ভালো দেখতে পারে বলে অধিনায়ককে কার্যকর কিছু পরামর্শ দিতে পারে সে। সে কিপিং করলে অনেক সুবিধা পাই আমরা।’