বৃহস্পতিবার , ডিসেম্বর ৭ ২০২৩
Home / খেলা-ধুলা / যে কারণে উইকেট রক্ষক মুশফিকেই ভরসা কোচের **

যে কারণে উইকেট রক্ষক মুশফিকেই ভরসা কোচের **

এস আর শান্ত, ক্রীড়া প্রতিবেদকঃ

ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ দলের ভরসার প্রতীক উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। কিন্তু উইকেটের পেছনে ভরসা হারাচ্ছেন এই উইকেটরক্ষক। উইকেটের পেছনে চোখে পড়ার মতো সহজভুল করছেন তিনি, যা ঘরের মাটিতে চলতি ত্রিদেশীয় সিরিজেও করেছেন।

দলে আছেন লিটন দাসের মতো তরুণ পরীক্ষিত উইকেটরক্ষক। তবুও কেনো মুশফিককেই করতে হবে। এ প্রশ্নের ব্যাখ্যা দিলেন প্রধান কোচ রাসেল ডমিংগো।

প্রধান কোচের মতে লিটন অনেক ভালো ফিল্ডার, রান বাচাতে পারে। তাই লিটনকে ফিল্ডার হিসেবেই থাকছেন। এই মুহূর্তে মুশফিককে সরানোর সম্ভাবনা নেই। লিটন মাঠে যেভাবে নিজেকে মেলে ধরে, আমরা তাতে সন্তুষ্ট। সে দারুণ ফিল্ডার, মুশির চেয়ে ভালো ফিল্ডার। আমার মতে, যতজন ভালো ফিল্ডারকে আমরা পাই, তত দলের জন্য ভালো। লিটন-আফিফ-শান্তর মতো ফিল্ডাররা যে ৫-৬ রান বাঁচায় মাঠে, সেটি খুবই গুরুত্বপূর্ণ’-এভাবেই বললেন প্রধান কোচ।

মুশফিক মিস করলেও সন্তুষ্ট প্রধান কোচ। তার ওপরেই ভরসা রেখেছেন এই প্রোটিয়া কোচ। তিনি বলেন, ‘‌মুশি সম্প্রতি দুয়েকটা মিস করেছে। তবে মুশি যেভাবে কিপিং করে, তাতে এমনিতে আমি খুশি। স্টাম্পের পেছনে সে দারুণ প্রাণবন্ত, অনেক অভিজ্ঞ, স্টাম্পের পেছন থেকে খুব ভালো দেখতে পারে বলে অধিনায়ককে কার্যকর কিছু পরামর্শ দিতে পারে সে। সে কিপিং করলে অনেক সুবিধা পাই আমরা।’

About admin

Check Also

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ছবি প্রকাশ করেছে ফিফা

ফুটবল বিশ্বকাপে গোটা বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও কাঁপছে। আর সেই কাঁপুনি ভালোভাবেই টের পেয়েছে …

ক্যারিবীয় দ্বীপে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

ইতিহাসের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণ …

‘এই মুহূর্তে বাবর বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে পাকিস্তানকে পরাজয়ের মুখ থেকে রক্ষা করেন পাকিস্তানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *