নিহত আব্দুল মতিন মিয়া রংপুর নগরীর দর্শনা আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় লন্ড্রি ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি কবিরাজি করতেন মতিন মিয়া।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি মতিন মিয়া। স্বজনরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তার ছেলে আরিফ মিয়া তাজহাট থানায় সাধারণ ডায়েরি করেন। দুপুরে ঘাঘট নদে দমদমা ব্রিজের কাছে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে তার পরিচয় শনাক্ত করেন স্বজনরা। তিনি আরো বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বৃদ্ধের মৃত্যুর কারণ জানা যাবে।