বৃহস্পতিবার , ডিসেম্বর ৭ ২০২৩
Home / বিনোদন / অস্ত্রোপাচারের পর সঙ্কামুক্ত কণ্ঠশিল্পী লিজা **

অস্ত্রোপাচারের পর সঙ্কামুক্ত কণ্ঠশিল্পী লিজা **

বিনোদন ডেস্কঃ
ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন কণ্ঠশিল্পী লিজার পিত্তথলিতে অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে গত ২২ সেপ্টেম্বর রাতে। চিকিৎসক জানিয়েছেন এখন তিনি সঙ্কামুক্ত। লিজার ভাই শুভও জানিয়েছেন, লিজা এখন সুস্থ আছেন।

শুভ বলেন, দীর্ঘদিন ধরে আপা (লিজা) পিত্তথলির সমস্যায় ভুগছিলেন। দিন দিন পাথর বড় হয়ে যাচ্ছিল। তার সফল অস্ত্রোপচার হয়েছে। আপা এখন ভালো আছেন। আমাদের সঙ্গে কথা বলছেন।’

কয়েকদিনের মধ্যে লিজা বাসায় ফিরতে পারবেন বলেও জানিয়েছেন শুভ।

কণ্ঠশিল্পী লিজা ২০০৮ সালে সঙ্গীত-বিষয়ক রিয়্যালিটি শো ‘ক্লোজআপ ওয়ান’র চ্যাম্পিয়ন হন লিজা। তার প্রথম একক অ্যালবাম ‘লিজা পার্ট ওয়ান’ প্রকাশিত হয় ২০১২ সালে। নিয়মিত সিঙ্গেল ও কনসার্টে অংশ নিচ্ছেন তিনি।

About admin

Check Also

বারবার গায়ে হাত দিলে কোনো সম্পর্কই আর থাকেনা: পরীমণি

বছরের শুরুতেই ভাঙনের খবর শোনালেন নায়িকা পরীমণি। দাম্পত্য কলহের জের ধরে শরিফুল রাজের বাসা থেকে …

হাঁটুর বয়সী নায়িকার প্রেমে সালমান, কে সেই তন্বী?

সালমান খানের মন যে মাঝে মধ্যেই উড়ু উড়ু করে তার প্রমাণ পূর্বে পাওয়া গিয়েছে। তবে, …

টেকেনি তিন বিয়ে, শ্রাবন্তীর চতুর্থ সম্পর্কও না টিকল না!

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনটে বিয়ে টেকেনি। তারপরও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *