শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
Home / আন্তর্জাতিক / বহু কারণেই আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত: ট্রাম্প

বহু কারণেই আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত: ট্রাম্প

    

অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বহু কারণেই আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত।

তিনি বলেন, আয়োজকরা এটি নিরপেক্ষভাবে দেয়। এটা ঠিক না। কাজটা পক্ষপাতহীন হলে অনেক কিছুতেই আমি নোবেল পেতাম। খবর ওয়াশিংটন পোস্টের।

সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

কাশ্মীর সংকট নিরসনে সহায়তা করলে এর জন্য নোবেল পুরস্কার পেতে পারেন কিনা -সাংবাদিকদের মধ্য থেকে এমন প্রশ্ন করলে ট্রাম্প এমন মন্তব্য করেন।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নোবেলের আয়োজকরা ওবামাকে প্রেসিডেন্ট পদে আরোহণের সঙ্গে সঙ্গেই এ পুরস্কার দিয়েছিল। কেন তাকে এটা দেওয়া হলো সে সম্পর্কে ওবামার কোনও ধারণাই ছিল না। এর কারণ কি আপনাদের জানা আছে?

About admin

Check Also

বিমান হামলায় বিধ্বস্ত গাজার হাসপাতাল, নিহত ৫শ’র বেশি

বিমান হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজার হাসপাতাল। নিহত হয়েছে ৫শ’রও বেশি। এ হামলার ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ …

ইমরান খান ও স্ত্রী বুশরার দেশত্যাগে নিষেধাজ্ঞা

পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিসহ দলটির ৮০ জনেরও বেশি নেতার দেশত্যাগে …

ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে সরে আসুন: জাতিসংঘ মহাসচিব

ইউক্রেনে যুদ্ধ বন্ধে আরও একবার জোরালো ভাষায় আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এই যুদ্ধ ইউরোপ এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *