শনিবার , এপ্রিল ১৩ ২০২৪
Home / জাতীয় / দুর্নীতির অভিযোগে ইউজিসি সচিব খালেদ ওএসডি **

দুর্নীতির অভিযোগে ইউজিসি সচিব খালেদ ওএসডি **

ইমন দাস, সিনিয়র রিপোর্টারঃ

দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ( ইউজিসি) সচিব ড. মো. খালেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইউজিসির পূর্ণ কমিশনের ১৫৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউজিসি চেয়ারম্যানের কী-পারসোনাল সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কমিশনের বৈঠক সূত্রে জানা গেছে, গত এপ্রিলে ইউজিসির সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার কমিটিতে ছিলেন সচিব মো. খালেদ। কিন্তু তার নিজের মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরও কমিশনকে না জানিয়ে তিনি কমিটিতে দায়িত্ব পালন করেন। এই ঘটনায় কমিশনের সাবেক সদস্য ড. মো. ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি সচিবের বিরুদ্ধে প্রভাব খাটানোর প্রমাণ পায়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবারের সভায় তাকে ওএসডি করার সিদ্ধান্ত নেয় কমিশন। ইউজিসি সূত্রে জানা গেছে, নিয়োগে বিধিবহির্ভূত প্রভাব খাটানোর বিষয়ে কমিশনের মঙ্গলবারের সভায় অধিকতর তদন্তের জন্য দুই সদস্যের আরেকটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। অভিযোগ ছিল, ইউজিসির সহকারী পরিচালক পদে নিজের মেয়ে চাকরিপ্রার্থী হওয়া সত্ত্বেও ড. মো. খালেদের তত্ত্বাবধানে চলে নিয়োগের বিভিন্ন কার্যক্রম। নিয়োগ কমিটিতে থাকার জন্য মেয়ের চাকরিপ্রার্থী হওয়ার কথা আগেভাগে জানাননি তিনি। এ ছাড়া নানা অজুহাতে যোগ্য প্রার্থীদের বাছাইয়ের নামে আগেই বাদ দেওয়া হয়। সচিবের অনুগত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটির অধীনে লিখিত পরীক্ষার প্রশ্ন তৈরি এবং উত্তরপত্র মূল্যায়ণ করা হয়। আর পরীক্ষা নেওয়ার কাজে সচিব নিজেই জড়িত ছিলেন।

গত ফেব্রুয়ারি মাসে উত্তীর্ণদের কম্পিউটার জ্ঞান পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা নেওয়া হয়। এর আগে সচিবের একক প্রচেষ্টায় তারই তত্ত্বাবধানে গত ২১ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হয়।

About admin

Check Also

সাংবাদিকদের স্বাধীনতা ও স্বার্থরক্ষায় রাষ্ট্রকে ভুমিকা নিতে হবে: বিএমএসএফ

সাংবাদিকদের স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় রাষ্ট্রকে ভুমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক …

ঢাকায় ফিরলেন পিটার হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কলম্বো থেকে ঢাকায় ফিরেছেন। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকায় …

পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

দ্বিতীয়বারের মতো পেছানো হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সহকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *