রবিবার , মে ৫ ২০২৪
Home / জাতীয় / সড়ক নিরাপত্তা আইন ফের সংসদে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী **

সড়ক নিরাপত্তা আইন ফের সংসদে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী **

‘সড়ক পরিবহন আইন-২০১৮- এ কিছু সংশোধনী এনেছে এ সংক্রান্ত সাব কমিটি। কোন কোন ধারায়, কী কী সংশোধন আনতে যাচ্ছে তা জানিয়ে শিগগিরই ‘জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল’এর কাছে প্রতিবেদন জমা দেবে স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্বাধী সাব কমিটি। প্রতিবেদন দেখে সড়ক নিরাপত্তা কাউন্সিল সংশোধনীর প্রয়োজনীয়তা মনে করলেই কেবল তা সংসদে পাঠানো হবে।

গত বছর জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইনটির কিছু ধারা পরিবর্তনের দাবি তোলে পরিবহন মালিক-শ্রমিকেরা। সে দাবির পরিপ্রেক্ষিতে গেল এক বছরেও আইনটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মালিক শ্রমিকদের দাবিতেই ‘জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল’ আইনটি পুনঃবিশ্লেষণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে একটি সাব কমিটি গঠন করে।

স্বরাষ্ট্র, আইন এবং রেলমন্ত্রীর সমন্বয়ে গঠিত সাব কমিটি গেল ৭ মাস ধরে কয়েকদফা বৈঠকে চুল-চেরা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করে। যা শিগগিরই জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল এর কাছে জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ বৈঠকের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের তিনি জানান, আশেপাশের দেশগুলোতে সড়ক নিয়ে কী ধরনের আইন রয়েছে, তা বিশ্লেষণ করেই সাব কমিটি প্রতিবেদনটি তৈরি করেছে। কমিটি মনে করলে প্রতিবেদনটি জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলেও পাঠাতে পারে আবার আইনটি সংশোধনের প্রয়োজন আছে মনে করলে ফের সংসদেও পাঠাতে পারে। এক্ষেত্রে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যেকোনো আইন পাসের পর অনেক সুবিধা অসুবিধা দেখা দেয়। পরিবহন মালিক শ্রমিকদের শক্তির কারণে আইনটি এতদিন বাস্তবায়ন করা যায়নি তা ঠিক নয়। যেসব ধারা নিয়ে পরিবহন মালিক- শ্রমিকেরা আপত্তি তুলেছে তা পর্যালোচনা করেই একটা সুপারিশ তৈরি করা হয়েছে। আশা করছি সকলের কাছে গ্রহণযোগ্য হয় আইনটি তেমনই হবে।

উল্লেখ্য, গত বছর রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সারাদেশে নিরাপদ সড়কের আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয় সড়ক পরিবহন আইন।

About admin

Check Also

সাংবাদিকদের স্বাধীনতা ও স্বার্থরক্ষায় রাষ্ট্রকে ভুমিকা নিতে হবে: বিএমএসএফ

সাংবাদিকদের স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় রাষ্ট্রকে ভুমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক …

ঢাকায় ফিরলেন পিটার হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কলম্বো থেকে ঢাকায় ফিরেছেন। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকায় …

পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

দ্বিতীয়বারের মতো পেছানো হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সহকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *