শনিবার , ডিসেম্বর ২ ২০২৩
Home / সারা দেশ / সোনাগাজীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে একজনের মৃত্যু **

সোনাগাজীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে একজনের মৃত্যু **

একরাম হোসাইন রিটু, ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনীর সোনাগাজীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউল হক শাকিল (১৭)। নিহত শাকিল সোনাগাজী সদর ইউপির এক নাম্বার ওয়ার্ডের খায়েজ আহাম্মদ মৌলভি বাড়ির নুরুল হকের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার বন্ধু নিলয় (১৫) পলাতক রয়েছেন। নিহতের পরিবার ও এলাকাবাসীরা জানান, বুধবার বিকালে নজরুল প্রাইমারি সংলগ্ন বালুর মাঠে ফুটবল খেলা চলার সময় নিহত শাকিল ও ঘাতক বন্ধু নিলয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। তাদের মধ্যে ঝামেলার পর খেলা পণ্ড হয়ে যায়। পরে নিলয় মোবাইল ফোনে তার সহযোগীদের খবর দিলে ৪-৫ জন কিশোর ঘটনাস্থলে পৌঁছে শাকিলকে ঘিরে ফেলে। এসময় নিলয় তার কোমরে থাকা চুরি বের করে শাকিলের পেটে ঢুকিয়ে দিলে ঘটনাস্থলেই সে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। নিহতের ভাই সুমন জানান, ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বিকেলে তার লাশ বাড়িতে নিয়ে আসা হবে। দাফনের পর মামলা দায়ের করা হবে।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমদ বলেন, ঘাতক নিলয় ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

About admin

Check Also

চিলমারীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঐতিহ্য ও গৌরবের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। …

কুড়িগ্রামে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে ফলজ চারা বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকার ভোগীদের মধ্যে …

চিলমারীতে বিয়ের ১৭ দিন গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের ১৭ দিন পর এক নববধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চিলমারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *