
মৌলভীবাজারে মনু নদে ছোট মাছ ধরার জালে দেড় মণ ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।শুক্রবার রাতের এ ঘটনায় মাছটি দেখতে সদর উপজেলার বড়হাট গ্রামের শিবলু মিয়ার বাড়িতে ভিড় জমিয়েছে উৎসুক জনতা।শিবলু মিয়া জানান, শখের বশে বাড়ির পাশ্ববর্তী মনু নদে ফান্দাজাল পেতে ছোট প্রজাতির বিভিন্ন দেশীয় মাছ ধরেন তিনি। শুক্রবার রাতে মনু নদে জাল ফেলে মধ্যরাতে জাল তোলার সময় জাল আটকে যায়। জাল টেনে আনতে পারছিলেন না তিনি। তিনি জানান, তার ধারণা হচ্ছিল- গাছের মূল কিংবা পাথরে আটকা পড়েছে জাল। জাল যাতে ছিড়ে না যায় এজন্য সতর্কতার সঙ্গে কৌশলে জাল টানছিলেন তিনি। যতোই জাল তীরের দিকে তিনি টেনে আনছিলেন ততোই বড় আকৃতির কোনও প্রজাতির মাছ জালে ধরা পড়েছে বলে তার মনে হচ্ছিল। শিবলু মিয়া জানান, এক পর্যায়ে তিনি নিশ্চিত হন বড় আকৃতির মাছ তার জালে আটকা পড়েছে। তখন আশপাশের লোকজনের সহযোগিতায় জাল ডাঙায় তুলে আনলে দেখতে পান বিশাল আকৃতির বাঘাইড় মাছ। মাছটি তিনি বাড়িতে নিয়ে পরিমাপ করলে ওজন হয় ৫৯ কেজি ৭শ গ্রাম।
তিনি জানান, এরপর মাছটি কেটে কিছু অংশ নিজে খাওয়ার জন্য রেখে কিছু অংশ বিতরণ করেন। শনিবার সকালে প্রায় এক মণ মাছ প্রতি কেজি ৯শ টাকা দরে বিক্রি করেন।