বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
ভারতে বন্যা পরিস্থিতির উন্নতির জন্য পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার ফারাক্কা বাধেঁর ১১৯টি গেটই খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে পানি বেড়েছে মালদা জেলার ফুলহর, মহানন্দা ও কালিন্দী নদীতে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
এর জেরে ভারতের মুর্শিদাবাদের একাংশ ও বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তর প্রদেশ ও বিহারে উপচে পড়ছে বাঁধের পানি। গঙ্গা ছাড়াও মালদা জেলার প্রায় সবগুলো নদীর পানি বেড়েছে।
প্লাবিত হয়েছে ইংরেজ বাজার ও পুরাতন মালদা পুরসভার বিস্তীর্ণ এলাকা। ইংরেজবাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২১টিই পানির নিচে। পুরাতন মালদা পুরসভার ২০টি ওয়ার্ডের নয়টি পানির তলায়।