কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা।
মঙ্গলবার ভোরে টেকনাফের উত্তর শিলখালী সাপ মারা পাহাড়ের নীচে এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। এতে নিহত মাদক ব্যবসায়ীরা হলেন, ওই এলাকার উলা মিয়া‘র ছেলে মোহাম্মদ আমীন ও একই উপজেলার মৌলভিপাড়ার নূর মোহাম্মদের ছেলে হেলাল উদ্দিন সুমন।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ টেকনাফের উত্তর শিলখালী সাপ মারা পাহাড়ে অভিযান চালায়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেলে পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় এবং গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আমীন ও হেলাল উদ্দিন সুমন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৫ হাজার ইয়াবা, দুই‘টি অস্ত্র ও ৭ রাউন্ড গুলি।
আহতদের চিকি’সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকি’সক তাদের মৃত ঘোষনা করে। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।