কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন ভুক্ত ৫নং ওয়ার্ডের দুইশত বিঘা গ্রামের দক্ষিণ খাউরিয়ারচর আশ্রয়ণ প্রকল্প-২। উপকারভোগীদের মধ্যে হস্তান্তরের আগেই দুটি ব্যারাক নদে বিলীন হয়ে গেছে। বাকি ২৮টি ব্যারাক হাউস যে কোনো মুহূর্তেই বিলীন হয়ে যেতে পারে। এই সংবাদের ভিত্তিতে আজ বুধবার বেলা ১১টায় ভাঙ্গন ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জোহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কহিনুর রহমান ।
ভুক্তভোগীরা ঊনসওর টিভিকে জানান, সহায়সম্বল হারিয়ে আশ্রয়ন প্রকল্পে একটু ঠাই হয়েছিল, সেটাও তীব্র ভাঙ্গনে হারাতে বসেছি। এই ভাঙ্গন প্রতিরোধ করতে না পারলে খোলা আকাশের নিচে গবাদি পশু ও শিশু সন্তানদের নিয়ে থাকতে হবে।
এসময় ভুক্তভোগীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যত দ্রুত সম্ভব ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে, এ ব্যাপারে উর্দ্ধোতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে ।