রবিবার , জানুয়ারি ১৯ ২০২৫
Home / সারা দেশ / কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তা নয় যেন পথচারীদের ভোগান্তি **
Exif_JPEG_420

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তা নয় যেন পথচারীদের ভোগান্তি **

মোঃ মজিবর রহমান, নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর তালতলা থেকে বয়তুল্যার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার
কাঁচা রাস্তা । রাস্তাটি প্রতি বর্ষা মৌসুমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

রাস্তার বিভিন্ন জায়গায় খানা খন্দকে বৃষ্টির পানি জমে থাকায় পথচারীরা প্রতিনিয়ত চরম দূর্ভোগে পড়ে। রিক্সা, ভ্যান, বাই-সাইকেল,  মোটর-সাইকেল সহ বিভিন্ন যানবাহন প্রতিদিন চলাচল করে এ রাস্তার উপর দিয়ে। নাগেশ্বরী,
ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী এই ৩ উপজেলার লোকজন এ রাস্তা দিয়ে চলাচল করে। তাছাড়া রায়গঞ্জ, নাখারগঞ্জ,
গোপালপুর বোর্ডেরহাট, আলেপের তেপতী এসব হাট বাজারে যেতে এই কাঁচা রাস্তাটি দিয়ে
কৃষকদের উৎপাদিত পণ্য আনা নেয়ায় কাঁদা পানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে । চরম ভোগান্তিতে
পড়ে স্কুল, কলেজের শিক্ষার্থীরা। সন্তোষপুর আদর্শ দ্বিমূখী উচ্চ বিদ্যালয়, কুটি নাওডাঙ্গা সরকারি
প্রাথমিক বিদ্যালয়, কুটি নাওডাঙ্গা মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৃষ্টি পাবলিক মডেল স্কুল
ও সূর্যমূখী শিশু নিকেতন স্কুলের ছাত্রছাত্রীরা বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে ঝুকি নিয়ে চলাচল করে
থাকে। রাস্তাটির দুই ধারে নাওডাঙ্গা ও নিমকুশ্যা বিল থাকায় বিলের উপর ব্রীজ ভেঙ্গে যাওয়ায় পথচারীদের
চলাচলে আরও বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। একদিকে যেমন কাঁচা রাস্তা, ব্রীজ ভেঙ্গে যাওয়ায়
যানবাহন চলাচলের মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টি হলে রিক্সা চালকরা যাত্রী নিয়ে যেতে
চায় না এ কাদা রাস্তাটি দিয়ে। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। যদিও প্রত্যন্ত অঞ্চলে এ জনগুরুত্বপূর্ণ
রাস্তাটি জরুরী ভিত্তিতে পাঁকা করণের দাবী তুলে ধরেছে এলাকাবাসী।

এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলা  নির্বাহী প্রকৌশলী বাদশা আলমগীর এর সাথে কথা হলে তিনি জানান, ইতোমধ্যে রাস্তাটি পাঁকা
করণের কাজে পানি নিষ্কাশনের জন্য ছোট ছোট কালভাট নির্মাণ করা হচ্ছে। আগামী ১ বছরের মধ্যে
রাস্তাটি পাঁকা করণের কাজ শেষ হয়ে যাবে।

About admin

Check Also

চিলমারীতে ৩০ পিস ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার

আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে ঢুষমারা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার …

চিলমারীতে পূবালী ব্যাংকের ২২৭তম উপশাখার উদ্বোধন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে পূবালী ব্যাংকের ২২৭তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২ …

চিলমারীতে কেয়ার বাংলাদেশের সুফল-২ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে কেয়ার বাংলাদেশ বাস্তবায়িত্ব স্কেলিং আপ ফোরকাষ্ট বেইজড অ্যাকশন এন্ড লার্নিং ইন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *