
মোঃমাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নেশা জাতীয় দ্রব্য খেয়ে ফারুক মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের আব্দুল করিমের ছেলে।
মঙ্গলবার রাতে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুতে বন্ধুদের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খেয়ে ফারুক অসুস্থ হয়ে পড়ে। বন্ধুরা রাত পৌনে ১০টায় তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইয়াকুব আলী সরদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত ইয়াবা সেবনে তার মৃত্যু ঘটতে পারে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি ফুয়াদ রুহানী জানান, ময়নাতদন্তের জন্য লাশ ফুলবাড়ী থানায় আনা হয়েছে।